সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ে সাবেক এমপির বিরুদ্ধে বর্তমান এমপির সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে সাবেক এমপি ও জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান এমপি ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। গত রোববার সকালে ইসলামপুর ডাকবাংলোয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বর্তমান এমপি মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক বলেন, ধামরাইয়ের মানুষ আমার ৩ বছরের আমলে অনেক সুখে-শান্তিতে আছে। আর সাবেক এমপি বেনজির আহম্মদের আমলে মানুষ সুখে-শান্তিতে ছিল না। তার আমলে মারামারি, চাঁদাবজি, ধান্ধাবাজি, জমি দখল ছিল। তিনি ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা বক্তব্য দিয়ে আমাকে জনগণের মাঝে হেয়প্রতিপন্ন করাসহ দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, ধামরাই উপজেলা আ.লীগের সভাপতি হওয়ার সকল যোগ্যতা থাকা সত্তে¡ও ওই সময়ে আমাকে জিম্মি করে ১০ লাখ টাকা সাবেক সভাপিতকে দেয়ার জন্য আদায় করেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে উপজেলা, পৌরসভা, ইউপি ও জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী দাঁড় করিয়ে দলীয় প্রার্থী ফেল করানোর চেষ্টা করেছিল। এ সব নির্বাচনে ওইসময় বিপক্ষের প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ারও কথা উঠে। তার এ ধরনের কর্মকাÐে দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন- সাবেক যুগ্ম সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, আ.লীগ নেতা সিআইপি আহাম্মদ আল জামান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আকরাম হোসেন, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম, ধামরাই সদর, ভাড়ারিয়া, গাঙ্গুটিয়া, কুল্লা, সুয়াপুর, বালিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আ.লীগ, পৌর যুব লীগের সভাপতি আমিনুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন