সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : দামুড়হুদার দর্শনা পৌর এলাকার সবুর (১৩) নামের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্র ৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সবুর দর্শনা হঠাৎপাড়ার সোলাইমান হক বাদশার ছেলে ও দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে পিতা-মাতাসহ হতাশ হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। এ ব্যাপারে সবুরের পিতা বাদশা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। নিখোঁজ স্কুলছাত্র সবুরের পিতা সোলাইমান হক বাদশা জানান, সবুর প্রতিদিন সকাল সাড়ে ৮ টার দিকে দক্ষিণচাঁদপুর স্কুলে যায় আর ক্লাস শেষে বেলা দেড়টার দিকে বাড়ি ফিরে আসে। কিন্তু গত ১৫ ফেব্রæয়ারি সকালে স্কুলে গিয়ে ক্লাস শেষে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় তাকে দেখতে স্কুলে যাই। স্কুলে গিয়ে জানতে পারি সে স্কুলে যায়নি। পরে তার বন্ধু-বান্ধব ও আমার আত্মীয়স্বজনের বাড়ি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। এ ব্যাপারে দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলি নিখোঁজের দিন থেকে স্কুলছাত্র সবুরের স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও স্কুলছাত্র সবুরের কোন সন্ধান না পেয়ে অবশেষে তার পিতা বাদশা রবিবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। এদিকে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় এলাকার স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন