শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে সাবেক এমপির গাড়িতে হামলা মামলায় গ্রেফতার আরো ৩

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মামলায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল।
গতকাল গ্রেফতারকৃতরা হচ্ছেন শাহপরাণ এলাকার আফতাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ, মাছিমপুরের মৃত ব্দুল্লাহ ছেলে আহমদ আলী স্বপন ও ছড়ারপারের আব্দুল মালেকের ছেলে শাহজাহান ওরফে সাজু। এর আগে রোববার সাজ্জাদ এবং রাজু নামের দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
নগরীর কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। সে মামলায় পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, গত শনিবার পরিবহন ধর্মঘটের নামে সিলেট তান্ডব চালানো হয়। এসময় শফিক চৌধুরীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন