রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তুষার ইমরান বিস্ময় চলছেই!

শরীফের অলরাউন্ড পারফরম্যান্স : রাহির ৫ উইকেট

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজারি ক্লাবের সদস্যপদ পেয়েছেন সবার আগে। গত পরশু বিকেএসপিতে ৯ হাজারি ক্লাবের সদস্যপদের দিনে ১২৭ রানে ছিলেন ব্যাটিংয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ২২টি সেঞ্চুরির মালিক ২২তম সেঞ্চুরিকে ডাবলে রুপ দিয়েছেন। শুধু তাই নয় বিসিবি নর্থের বিপক্ষে ইতোপূর্বের একমাত্র ডাবল সেঞ্চুরিকে (২০৩*) টপকে ক্যারিয়ার সেরা ২২০ রানের ইনিংস দিয়েছেন উপহার। ৪ সেঞ্চুরিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার রানের খুব কাছে এখন তুষার ইমরান। অপেক্ষা এখন তার মাত্র ২৮ রান। তুষার ডাবল সেঞ্চুরি উদযাপন করলেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন এদিন শাহরিয়ার নাফিস। প্রথম দিন শেষে ৫০ রানে অবিচ্ছিন্ন থাকা এই ব্যাটসম্যান গতকাল ফিরে গেছেন ৭৪ এ।
তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি এবং ৪র্থ উইকেট জুটিতে তুষার-শাহরিয়ার নাফিসের ২০৫ রানের জুটিতে ভর করে বিসিবি নর্থ জোনকে রান পাহাড়ে (৫০১) চাপা দিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। প্রথম দিন উইকেটহীন কাটানো বিসিবি নর্থের বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দি শুভ এদিন পেয়েছেন ৪ উইকেট। রান পাহাড়ে চাপা দিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনে বিসিবি নর্থকে বড় ঝাঁকুনি দিয়েছে সাউথ জোন। নাহিদুলের বোলিংয়ে (৩/৪০) বিসিবি নর্থের স্কোর দ্বিতীয় দিন শেষে ১০৭/৪। পিছিয়ে আছে তারা ৩৯৪ রানে।
ফতুল্লায় এদিন শরীফের অলরাউন্ড পারফরম্যান্স সুবিধাজনক অবস্থায় এখন ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম দিনের স্কোর ২৩২/৭ এর সঙ্গে গতকাল শেষ ৩ পার্টনারশিপ যোগ করেছে ৯৬ রান। তা সম্ভব হয়েছে শরীফের ব্যাটিংয়ে (১০২ বলে ৫ চার ৪ ছক্কায় ৭০ রান)। ৯ম উইকেট জুটিতে ৪৫ রানে নেতৃত্ব দিয়েছেন শরীফই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪’শ উইকেটের কাছে এখন তিনি। প্রয়োজন এখন তার ২১ উইকেট। টেলএন্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম ফিফটির দিনে বোলিংয়েও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন এই পেস বোলার (৪/২৪)। তার এমন বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে ইসলামী ব্যাংক ইস্ট জোনের স্কোর ১১৪/৬। প্রথম ইনিংসে লিডের সম্ভাবনা জোরালো করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এখনো তারা এগিয়ে ২১৪ রানে।
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাংক ইস্ট জোন
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস ঃ ৩২৮/১০,১১৫.১ ওভারে (১ম দিন শেষে ২৩২/৭ (৮৬.০ ওভারে) শরীফ ১১ ব্যাটিং, আবু জায়েদ রাহি ৪/৫২), সাইফ ৩৭, শুভাগতহোম ৪৬, নূরুল হাসান সোহান ৬৫, শরীফ ৭০, আবু জাদে রাহি ৭/৭৭, সাকলায়েন সজীব ২/৬৭, আফিফ ২/২০। ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস ঃ ১১৪/৬ (৩৯.৪ ওভারে), ইমতিয়াজ তান্না ৩৬, মুমিনুল ২৪, মো: শরীফ ৪/২৪।
প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন
প্রাইম ব্যাংক সাউথ জোন ১ম ইনিংস ঃ ৫০১/১০, ১৪৪.৪ ওভারে, (১ম দিন শেষে ২৯২/৩ (৯০.০ ওভারে) তুষার ইমরান ১২৭ ব্যাটিং, শাহরিয়ার নাফিস ১৯ ব্যাটিং), এনামুল বিজয় ৩৯, সৌম্য সরকার ২৬, ইমরুল কায়েস ৩১, তুষার ইমরান ২২০, শাহরিয়ার নাফিস ৭৪, সানজামুল ২/১৭৩, নাসির ২/৭৭, সোহরাওয়ার্দি শুভ ৪/১০৫। বিসিবি নর্থ জোন ১ম ইনিংস ঃ ১০৭/৪ (২৯.০ ওভারে), ফরহাদ হোসেন ৫৬, নাজমুল হোসেন ২৪, নাহিদুল ৩/৪০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন