সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাকুন্দিয়ায় বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলা শুরু ও দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পাবলিক লাইব্রেরি চত্বরে এ বইমেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ উপলক্ষে পাবলিক লাইব্রেরী চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, উপজেলা কৃষি অফিসার ড. গৌর গোবিন্দ দাস, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদদীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন