সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুকুর খনন ও বসতবাড়ি নির্মাণ করে বনভ‚মি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে পুকুর খনন ও বসতবাড়ী নির্মাণ করে বনভ‚মি জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ইব্রাহিম খলিল বাদী হয়ে প্রধান বন সংরক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলায় গোসিংগা ইউনিয়নের পটকা মৌজায় মৃত আব্দুল কাদির সরকারের পুত্র ইয়াকুব আলী ভাÐারী সি.এস ১৭০নং গেজেটের অন্তর্ভুক্ত আরএস ২নং খতিয়ানের ৮৯২নং দাগের ৩.৮৫ একর বনভ‚মির গাছপালা ধ্বংস করে বসতবাড়ী, পুকুর ও বিভিন্ন ফল-ফলাদির গাছ রোপণ করে দখলে নেয়। ইয়াকুব আলী ভাÐারী ওই জমিকে নিজের পৈতৃক জমি দাবি করে দিনের পর দিন গড়ে তুলছেন নতুন নতুন স্থাপনা। বনের গাছপালা কেটে বন ভ‚মিতে রোপণ করছেন বাঁশঝাড়সহ বিভিন্ন ফলজ বৃক্ষের গাছ। স্থানীয় বন কর্মকর্তারা বিষয়টি অবগত হলেও বেদখল বনভ‚মি উদ্ধারে নেয়নি কোন পদক্ষেপ। অভিযুক্ত ইয়াকুব আলী ভাÐারী বনভ‚মি জবর-দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই জমি তার পৈতৃক জমি। এ ব্যাপারে শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইয়াকুব আলী ওই ভ‚মি তার পৈতৃক ভ‚মি বলে দাবি করেন। কাগজপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন