সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ভরাডুবি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছে। আ.লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে চারটি পদ। সোমবার রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে মোট ভোটার ছিলেন ২৭৪ জন। ভোট পড়েছে ২৬৪টি। মোট ১১টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার সভাপতি, এস এম লুৎফর রহমান কনিষ্ঠ সহ-সভাপতি, আব্দুল কাদের সাধারণ সম্পাদক, এসএম জলিল পাঠাগার সম্পাদক, আকরাম হোসেন নিরীক্ষণ সম্পাদক, আব্দুর রশিদ অপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দিনাই তাছরিন মহিলা বিষয়ক সম্পাদিকা পদে বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আব্দুল ওহাব জ্যেষ্ঠ সহ-সভাপতি, দেওয়ান লুৎফর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ ও আব্বাছ আলী ম্যাগাজিন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার
নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় চিতলগাড়ি বিল থেকে চন্দন সাহা (২০) নামে এক স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো পার্শ্ববর্তী স্বর্ণপট্টি এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসে চন্দন। রাতের খাওয়া না খেয়েই ভাই সুজিত কুমার সাথে ঘুমিয়ে যায় চন্দন। পরে রাত ১টার দিকে কে বা কারা চন্দনকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাতে চন্দন আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ওই এলাকার শ্রমিকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় চন্দনের বাড়ির অদূরে ফাঁকা কৃষি জমিতে একটা লাশ পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে চন্দনের পরিবারের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করে। নিহত চন্দন চৌকিরপাড় এলাকার সুনিল কুমার সাহার ছেলে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন