বাজিতপুর উপজেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার উপজেলার হিলচিয়া বাজার থেকে মহিলাসহ ৭ জন ভুয়া সাংবাদিককে জনতা পাকড়াও করে বাজিতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, ১টি মাইক্রোবাসে করে ১ দল ভুয়া সাংবাদিক বাজিতপুর সরারচর বাজারে আসে, তারা নিজেদেরকে ক্রাইম রিপোর্টার ২৪.কম এর অনুসন্ধানি টিম বলে পরিচয় দিয়ে বাজারের কয়েকটি মিষ্টির দোকান থেকে ভয় ভীতি প্রদর্শন করে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। পাশ্ববর্তি ইউনিয়ন হিলচিয়া বাজারে একইভাবে মিষ্টির দোকানে ঢুকে অর্থ আদায়ের চেষ্টার সময় স্থানীয় জনতা তাদেরকে চ্যালেঞ্জ করে কাগজ পত্র চাইলে তারা গড়িমসি শুরু করে সরে পড়তে চায়। জনতা একতাবদ্ধ হয়ে তাদের পাকড়াও করে পুলিশকে খবর দেয়। রাত সাড়ে ৯ দিকে বাজিতপুর থানার টহল পুলিশ মাইক্রোসহ ভুয়া সাংবাদিকদের থানায় নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের কাছে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। আটককৃত ভুয়া সাংবাদিকরা হলেন, ১) বাদশাহ দেওয়ান (৩০), বাড়ি- কাজলার পাড়, ডেমরা, ঢাকা, ২) রেজাউল (৩০), বাড়ি, উজিরপুর, বরিশাল, ৩) আনোয়ার হোসেন (৩৫), ডেমরা, ঢাকা, ৪) আল-আমিন (২৫), বাড়ি- বিষ্ণপুর, চাঁদপুর, ৫) মাহবুব হোসেন সুমন (৩০), বাড়ি- তিতাস, কুমিল্লা, ৬) মিজানুর রহমান (৩০), সেড়া পাড়া, ঝালকাঠি, ৭) প্রিয়া আক্তার শিউলী (২০), ইসলামপুর, মৌলভী বাজার। তাদের কাছ থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা, ক্রাইম রিপোর্টার ২৪.কম ভুয়া আইডি কার্ড, ভিডিও ক্যামেরা, হ্যান্ড মাইক, ৮/১০টি মোবাইল সেট, তথ্য অধিদপ্তর এর ভুয়া লেটার প্যাডসহ আরো কিছু ভুয়া কাগজপত্র পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধীক মামলা রুজু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন