সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সেবিকার ভুল চিকিৎসায় ফারহানা নামের ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়। অভিভাবকের দাবি অতিমাত্রা ইনজেকশান পুশ করার ফরে শিশুটির মৃত্যু হয়েছে। শিশু ফারহানা শরিয়তপুর জেলার চরচেঞ্জাস ইউনিয়নের শেখ বাড়ির কাপড় ব্যবসায়ী হাবিব শেখের মেয়ে। ফরহাদ নামে তার এক পুত্র সন্তান রয়েছে। নিহত শিশুর মা পান্না ও চাচা আনোয়ার হোসেন জানায়, ফারহানা শ্বাস নিতে কষ্ট হওয়ায় এবং ঠান্ডার কারণে কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। মোটামুটি সুস্থ হলে বাড়ি নিয়ে আসা হয়। তারা আরো জানায়, মঙ্গলবার বিকেলে ফারহানা পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অলিউর রহমান মজুমদারের কাছে নেয়া হয়। তিনি ফারহানার নিউমোনিয়া হয়েছে বলে কিছু ঔষধের নাম লিখে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। সেই মোতাবেক হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত সেবিকারা তাকে ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পর ফারহানার শরীর নীল হয়ে যায় ও আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে সে মারা যায়। এ বিষয়ে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অলিউর রহমান মজুমদারের কাছে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক রুপক ও ডা. মিজানুর রহমান জানান, শিশুটি বঙ্কো নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি শ্বাস নালীর একটি রোগ। চিকিৎসকের দেওয়া ঔষধ সেবিকারা দিয়েছে বলে জানানো হয়েছে। ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে কিনা তা সঠিকভাবে বলতে পারছি না। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন