রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁদা দাবিতে শিক্ষিকার বসতবাড়ির বাউন্ডারি গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় গত মঙ্গলবার চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক শিক্ষিকার বসতবাড়ির বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা চরহোসনাবাদ পৈত্রিকসূত্রে দখলীয় ৩০ শতাংশ জমিতে গত সোমবার সকাল থেকে বাড়ি নির্মাণ শুরু করে শিক্ষিকা মোসাঃ মোর্শেদা বেগম। স্থানীয় প্রভাবশালী বশির সিকদার প্রায় ২শ বর্গফুট জমি অন্যথায় ৫০ হাজার টাকা দাবি করেন শিক্ষিকা মোর্শেদার কাছে। গত মঙ্গলবার সকাল ৯টায় নির্মাণাধীন বাড়ির কর্মরত শ্রমিকদের কাজে বাধা দেয়া মরহুম গগন সিকদারের ছেলে বশির শিকদার। এতে শিক্ষিকার সাথে বাকবিত-া দেখা দিলে অদূরে থাকা বশিরের চাচাত ভাই মরহুম ফজলে করিম চান মিয়ার ছেলে খলিল সিকদার, তার স্ত্রী রুনিয়া, ছেলে রুবেল ও মেয়ে লুচি দৌড়ে এসে শিক্ষিকাকে লাঞ্ছিত করে। পরে সকাল অনুমান ১০টায় বশির, রুবেল, রুনিয়া ও লুচি আকস্মিক হামলা করে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে চলে যায় বলেও শিক্ষিকা মোর্শেদা বেগম জানান। এ ঘটনায় মোর্শেদা বেগম মৌখিক দশমিনা থানার ওসিকে জানিয়েছেন। অভিযুক্ত খলিল সিকদার এ প্রতিনিধিকে বলেন, মোর্শেদা বেগম আমাদের সবাইকে ডেকে নিয়ে মারধর করেছে। দশমিনা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন