রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ের গতকাল বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ হাজার পিস ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। প্রায় ২ কোটি টাকা মূল্যের মাদকের চালান জব্দ করতে পারলেও এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, উপজেলার বড়চন্দ্রাইল দক্ষিণপাড়া এলাকায় ঈদগাঁ রাস্তা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী তার বহনকারী গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ রাস্তার মধ্যে একটি কালো রঙয়ের ব্যাগে স্কস্টেপ দিয়ে বাঁধানো ৩টি প্যাকেট উদ্ধার করে। এসময় পুলিশ জানতে পারে মাদকের চালান একই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের এক প্রাক্তন স্কুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের। পরে ওই বাড়িতে মশিউর রহমানের রুমের ভেতর তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কস্টেপ দিয়ে বাঁধানো ৩টি প্যাকেট খোলার পর সেখানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা পায়। এর আনুমানিক মূল্য প্রায়  ২ কোটি টাকা। ধামরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রিজাউর হক বলেন, ধামরাই থানায় এই প্রথম পুলিশের তৎপরতার জন্যই এতবড় ইয়াবার চালান ধরা পড়েছে। তবে এই চালানের সাথে যেই জড়িত থাকুক তাদের  অতি শিগগিরই গ্রেফতার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন