রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে পীরস্থানের জায়গা দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরের পৌর এলাকার বানিয়াপাড়ায় পীরস্থানের জায়গা দখলের ঘটনায় মামলা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দপুর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর মৌজার জে,এল,নং,-০৭, খতিয়ান নং-১০১২, দাগ নং-৮৫৩ দাগের .০৪ একর জমি পীরস্থান মুসলমান সাধারণের ব্যবহার্য্য মর্মে আর,এস/সি,এস/এস,এ রেকর্ড রয়েছে। এই জমিতে দীর্ঘদিন যাবত ওরস মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এটির তত্ত্বাবধান করেন বানিয়াপাড়া এলাকার শুকারু মামুদের পুত্র সেকেন্দার আলী। এই জমি ক্রয় সূত্রে মালিক দাবি করে বানিয়াপাড়ার মফিজ উদ্দিনের পুত্র মো. আজিজুল ইসলাম ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ১৫৮৮/০৯-১০নং নামজারি মূলে নাম খারিজ করে নিজের দখলে নেন। এটি মিথ্যা দাবি করে মামলার বাদী শুকারু মামুদের পুত্র সেকেন্দার আলী একটি মিসকেস মোকদ্দমা দায়ের করেন। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি), সৈয়দপুর, আহমেদ মাহবুব-ইল-ইসলাম সকল নথি পর্যালোচনা করে বিবাদীর অনুকূলে অনুমোদিত নাম খারিজ মোকদ্দমা নং-১৫৮৮/০৯-১০ এ খারিজকৃত এস,এ ৮৫৩ নং দাগের জমি পীরস্থান বিধায় উক্ত ব্যক্তির নাম খারিজ বাতিলের আদেশ দেন এবং ০৯.১০.২০১৬ খি. ৩১.০২.৭৩৮৫.০০০.০২.০০৯.১৬-৯৫৯(৪) স্মারক বলে সকল পক্ষকে নোটিশ প্রদান করেন। মামলার বাদী শুকারু মামুদ জানান, মামলার রায় আমার পক্ষে আসলেও আজিজুল ইসলাম পীরস্থানের জায়গার দখল ছেড়ে না দিয়ে ইটের প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে।   
ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
সৈয়দপুরে ৮০ পিস ইয়াবাসহ সুমন (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক সুমন নীলফামারী সদরের বনবিভাগ পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে সুমন নীলফামারী জেলা শহর থেকে ভ্যানযোগে ইয়াবা নিয়ে সৈয়দপুরে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঢেলাপীর এলাকায় আটক করে তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক সুমন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সে নিয়মিত ইয়াবাসহ অন্যান্য মাদক এনে সৈয়দপুরে বিক্রি করত এবং এই ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন