রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৯

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মোড়াগোলা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার বাস দুর্ঘটনায় আহত হয়েছে ১৯ জন। জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস (এম কে সুপার) টাঙ্গাইল-ব ৩৯৫ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ১৯ যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে পানিতে ডুবন্ত বাসটি তল্লাশি করে কোনো লাশ পায়নি বলে নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ওহিদুজ্জামান। বাস দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: নাসির উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল ইসলাম ঘটনস্থলে যান এবং আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন