রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝিনাইদহে জমিসংক্রান্ত বিরোধে মহিলাসহ আহত ১০

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পবিার এক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম, নাজেম মোল্লা, কাশেম, হাশেম আলী, দুলাল শাহ্, মোহাম্মদ ইসলাম, নাজমা বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, সকালে কলমনখালি গ্রামে চাচাতো ভাই নাজেম মোল্লা ও লিটন মোল্লার মধ্যে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  এ ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অস্ত্র ও গুলিসহ আটক ৩
ঝিনাইদহ সদরের মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রাম থেকে শুটারগান ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মহামায়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক, একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে লিটন (২০) ও জামাত আলীর ছেলে রাশিদুল। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান, বেশ কয়েকজন সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহামায়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বৈঠকরত অবস্থায় ওই গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ফারুক, লিটন ও রাশিদুলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি ওয়ার শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকা- করে আসছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন