স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার শীর্ষক গণবক্তৃতার আয়োজন করা হয়। বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সামাজের বিভিন্ন ক্ষেত্রে শুদ্ধ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে অবক্ষয় তৈরি হয়েছে তা তুলে ধরেছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একুশের কবিতা পাঠ করেন কবি কাজী রোজী, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি রবিউল হসাইন, কবি কুমার চক্রবর্তী, কবি রুবি রহমান, কবি আসাদ মান্নান, কবি মুহাম্মদ সামাদ, কবি রবীন্দ্র গোপ, কবি শিহাব সরকার, কবি তুষার দাশ, কবি আসলাম সানি, কবি তারিক সুজাত, কবি অসীম সাহা, কবি শাহাবুদ্দীন নাগরী, কবি কাজল বন্দ্যোপাধ্যায়, কবি মোহাম্মদ সাদিক, কবি লুৎফর রহমান রিটন এবং সৈয়দ আল ফারুক। শ্রোতামন্ডলী বিমোহিত হয়ে কবিতা পাঠ উপভোগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন