রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে বৃহস্পতিবার দিবাগত রাতে মীম আক্তার (২০) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মীম ও স্বামী ইউসুফ তারা কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবধ্য হন। তাদের সাথে পারিবারিকভাবে বনিবনা না হওয়ার জের ধরে বৃহস্পতিবার রাত ৮টা দিকে বাড়ির সকলের অগোচরে মীম আক্তার বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় প্রথমে নওগাঁ আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে রাত ১১টার দিকে মারা যায়। মীম সান্তাহার চা-বাগান এলাকার ইউসুফের স্ত্রী। 

খড়ের গাদায় অগ্নিসংযোগ

বগুড়ার আদমদীঘিতে ৫ বিঘা জমির একটি খড়ের গাদায় গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জানা যায়, উপজেলার ডালম্বা গ্রামের মৃত মফিজ উদ্দীন প্রামানিকের ছেলে মিজানুর রহমানের আমন আবাদের ৫ বিঘা জমির খড় তার বাড়ির সামনে পালা করে রাখে। বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রæতার জের ধরে কে বা কাহারা ওই খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুনে খড়ের গাদা পুড়ে ভস্মীভূত হতে থাকে। এ সময় আগুন লাগা টের পেয়ে হৈ চৈ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন