রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাদাব বেঁচে থাকতে চায় এই সুন্দর ভুবনে

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ৩ বছর বয়সী শিশু সাদাব খান সুন্দর এই ভুবনে বেঁচে থাকতে চায়। অন্য শিশুদের মত পৃথিবীর রূপরস গন্ধ গ্রহণ করতে চায়। তার জন্ম খুলনা শহরের বানরগাতি এলাকার এক নিম্নবিত্ত পরিবারে। এখন পর্যন্ত ভালো করে পৃথিবীটাকে বুঝে উঠতে পারেনি। জীবনের স্বাদ ভালো করে গ্রহণ করার আগেই মৃত্যুর হাতছানি দুয়ারে। জন্মের পর থেকেই হার্টে ২টি ছিদ্র এবং একটি ভাল্ব নেই শিশু সাদাব খানের। ভিটা বাড়ি বিক্রি ও কয়েক লাখ টাকা খরচ করে কলকাতায় নিয়ে চিকিৎসা করা হলেও তেমন কোন সুফল হয়নি। কলকাতার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে ভেলরে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা ব্যয়বহুল হবে। তাহলে হয়তো বাঁচবে শিশু সাদাব। কিন্তু শিশু সাদাবের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষাধিক টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। পরিবারের শেষ সম্বলটুকু ভিটা বাড়ি বিক্রি করে প্রাথমিক চিকিৎসা করিয়ে আজ তারা নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। তাই তার পরিবার সমাজের দানশীল, বিত্তবান ও দয়াবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। 

সাহায্য পাঠানোর ঠিকানা-
তাহমিনা সুলতানা
সঞ্চয়ী হিসাব নং- ৫৩৩১৯,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., খুলনা শাখা।
মোবাইল: ০১৮১৬-৫৮৩৮৬৫

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন