শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুরে ৭৭ প্রাথমিক স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরের ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। উপজেলার কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে। ভোট গ্রহণ থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করছেন ক্ষুদে শিক্ষার্থীরা। সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। তারপর গণনা শেষে ফলাফল জানিয়ে দেয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে নির্বাচনী এলাকায় সাজ সাজ আমেজ বিরাজ করে। ক্ষুদে শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার এই অভ‚তপূর্ব দৃশ্য বড়দের অনুকরণীয় হবে বলে মন্তব্য করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন