রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় বোরো চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ টন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : বোরো চাল উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েছে সাতক্ষীরায়। চলতি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে সরকারিভাবে বোরো চাল উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিকটন। যা গত মৌসুমের তুলনায় অন্তত ২ হাজার টন বেশি বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০১৬-১৭ মৌসুমে সাতক্ষীরাতে বোরো চাল উৎপাদন লক্ষ্য ২ লাখ ৯৭ হাজার ৬২৭ মেট্রিকটন। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাতে ১ লাখ ৪৬৩ টন, কলারোয়ায় ৪৭ হাজার ৯৩০ টন, তালায় ৬৭ হাজার ৩৯৯ টন, দেবহাটায় ২৫ হাজার ৬১১ টন, কালিগঞ্জে ২১ হাজার ৫৩ টন, আশাশুনিতে ২৭ হাজার ৭৭১ টন এবং শ্যামনগরে ৬ হাজার ৪০০ টন। এরমধ্যে বেশি ধরা হয়েছে সাতক্ষীরা সদরে। গত বছরে জেলায় বোরো উৎপাদন লক্ষ্য ধরা হয়েছিলো ২ লাখ ৯৫ হাজার মেট্রিকটন। সে হিসাবে চলতি মৌসুমে ২ হাজার টন বেশি উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্রটি আরো আরো জানায়, ওই লক্ষ্য সামনে নিয়ে চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলাতে ২ লাখ ৬৫ হাজার কৃষক বোরো চাষ করেছেন। কৃষকরা এই মুহূর্তে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সাতক্ষীরা সদর উপজেলার বদ্দিপুর তালতলা এলাকার কৃষক মাহববুর রহমান জানান, চলতি মৌসুমে ৬০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। সপ্তাহখানেক হয়েছে চারা রোপণ শেষ করছেন। এখন সার পানি দিচ্ছে তার ক্ষেতে। তিনি বলেন, জমি নিজের হওয়ায় বিঘা প্রতি ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা করে উৎপাদন খরচ পড়বে তার। তবে এই কৃষক শঙ্কিত চালের দাম নিয়ে। তিনি বলেন, গত মৌসুমে বোরো চালের বাজার খুবই মন্দা গেছে। তাই এবারও যদি গেল বছরের মতো হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকরা। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান জানান, সাতক্ষীরা অঞ্চলে বোরো উৎপাদন বাড়ছে। এখন লোনা পানির মৎস্য ঘেরেও বোরো চাষ হচ্ছে। লবণাক্ত এলাকাতে বোরো চাষ করা যায় এমন অনেক প্রকার বীজ ধান উঠেছে বাজারে। তিনি আরো বলেন, আবহাওয়া অনুক‚লে থাকলে আশা করা যাচ্ছে উৎপাদন লক্ষ্য ছাড়িয়ে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন