রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল জেলার তিনটি উপজেলায় আনন্দঘন পরিবেশে ৪৯২টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে একযোগে এ নির্বাচনে ক্ষুদে শিক্ষার্থীরা বড় শিক্ষার্থীদের ভোট দিয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতই ক্ষুদে শিক্ষার্থী প্রতিটি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে থেকে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। উপজেলার স্ব-স্ব শিক্ষা অফিস সূত্র জানা যায়, সরকারি নির্দেশনায় গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় জেলার তিনটি উপজেলার ৩৯ ইউনিয়ন ও তিনটি পৌরসভার সর্বমোট ৪৯২টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠণ, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী পোলিং অফিসার ভোটকেন্দ্র স্থাপনসহ সকল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ ও সংরক্ষণ মন্ত্রী, পানি সম্পদমন্ত্রী, খাদ্য ও আপ্যায়ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ক্রীড়াও সাংস্কৃতিমন্ত্রী এবং পরিবেশমন্ত্রী এই সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার কালিয়া উপজেলার ‘কালিয়া, পূর্বকালিয়া, গোবিন্দনগর, বাকা, জোকা, সদর উপজেলার বরাশুলা, বাঁশগ্রাম ও গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এটা যে গণতন্ত্রের একটি নিদর্শন তারই প্রমাণ। এ ব্যাপারে নড়াইল সদর, আবু হেনা মোস্তফা কামাল, কালিয়া, এবিএম নাজমুল হক ও লোহাগড়া, মো. লুৎফর রহমান উপজেলা শিক্ষা অফিসারগণ জানান, বিদ্যালয়গুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন