রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাইফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : জীবন সংগ্রামে খেটে খাওয়া মুদি দোকানি সাইফুল ইসলাম (২৮), পিতা-অলি আহমদ। বাড়ি লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট এলাকায়। বাড়ির পাশেই লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সামনে একটি মুদি দোকান করতেন। দোকানেই রাত কাটাতেন। ২ বছর আগে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে দোকানের বাইরে কে বা কারা তালা লাগিয়ে দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাহির থেকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দোকানে। এতে দোকানের মালামালসহ তার শরীরের বেশিরভাগই পুড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসায় ভাল হয়ে উঠলেও পোড়া শরীরের হাত দুটি পুড়ে কুচকে যায়। এখন দুটি হাতই অকেজো। ডাক্তার জানিয়েছেন, হাত দুটি অপরাশেন করে ভাল করা যাবে। অপারেশনে প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হবে। ছোট ৩ ভাই ও ২ বোনের সংসার চলে দিনমজুর বাবার উপার্জন দিয়ে। তাই এত টাকা দিয়ে অপারেশন করা অসহায় পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।

সহায্য পাঠানোর ঠিকানা-
চেমন খাতুন
একাউন্ট নং-১৬০২২,
ইসলামী ব্যাংক, লোহাগাড়া শাখা,
চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন