সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ ও জাপা প্রার্থী মনোনীত করেছেন। জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে হরিপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় বাকি ১৪ ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীন দল আ’লীগের নৌকা প্রতীক পাওয়ার আশায় একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেন। এ কারণে উপজেলা আ.লীগের দলীয় প্রার্থী বাছাই কমিটি বিপাকে পড়েন। অবশেষে বাছাই কমিটি প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে মনোনীত করেন। গত সোমবার স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বামনডাঙ্গায় দলীয় কার্যালয় ও চন্ডিপুর ইউনিয়ন দলীয় কার্যালয়ে একই সময় দু’দফায় সম্ভাব্য প্রার্থী বাছাই করেন। একই ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় তাদের মাঝে সমঝোতা না হওয়ায় প্রার্থী বাছাইয়ে জন সমর্থনের সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে ১৪ ইউনিয়নের আ’লীগের প্রার্থী বাছাই করা হয়। প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন বামনডাঙ্গা ইউনিয়নে জাহেদুল ইসলাম জাবেদ, সোনারায় বর্তমান চেয়ারম্যান বদিরুল আহ্সান সেলিম, সর্বানন্দে মুকুল মিয়া, তারাপুরে আব্দুস সামাদ খোকা, বেলকায় মজিবর রহমান মজি, কঞ্চিবাড়িতে ডাঃ শফিউল আলম, কাপাসিয়ায় লায়েক আলী খান মিন্টু, শ্রীপুরে শহিদুল ইসলাম, ছাপরহাটীতে কনক গোস্বামী, চন্ডিপুরে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ, রামজীবনে সুনীল চন্দ্র বর্মণ, শান্তিরামে মোস্তাফিজুর রহমান মোস্তা, ধোপডাঙ্গায় এড. মোখলেছুর রহমান রাজু ও দহবন্দ ইউনিয়নে গোলাম কবির মুকুল। এদিকে জাপা এ পর্যন্ত ৪ ইউনিয়নের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছেন। তারা হলেন রামজীবন ইউনিয়নে এটিএম এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গায় ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, কাপাসিয়ায় জালাল উদ্দিন ও কঞ্চিবাড়িতে লিটন চাকলাদার। অন্যান্য ইউনিয়নে আগামী ২/১ দিনের মধ্যে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে বলে স্থানীয় জাপা নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে। তবে বিএনপির মনোনয়ন তালিকা এখনো প্রকাশ করা হয়নি। লটারীতে বাদ পড়া মনোনয়ন প্রত্যাশীরা অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। ১৪ ইউনিয়নে দলীয় মনোনীতসহ স্বতন্ত্রপ্রার্থী মিলে শতাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন