রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিষেধাজ্ঞা অমান্য করে বিধবার বসত ভিটা দখল চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে বিধবা আয়শা বেওয়ার বসতভিটা জোর করে দখল নেয়ার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। ইতোমধ্যে জোর করে ভেঙে ফেলা হয়েছে তার বসতবাড়ির সীমানা প্রাচীর। ফলে ওই বিধবা নিরাপত্তাহীন হয়ে অসহায় জীবনযাপন করছে। জানা যায়, জেলার আক্কেলপুর উপজেলার গভরপুর গ্রামের অবসরপাপ্ত পুলিশ কর্মকর্তা ছানোয়ার হোসেনের বিধবা স্ত্রী তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া স্বত্ব দখলীয় ৮ শতাংশ বসতবাড়িতে গত ৬৫ বছর যাবত তার ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছিল। এমতাবস্থায় কিছুদিন আগে হঠাৎ স্থানীয় প্রভাবশালী এক চেয়ারম্যানের এক সহযোগীর নেতৃত্বে একদল কুচক্রী জোর করে তার বাড়িতে ঢুকে বাড়ির প্রাচীর ভেঙে দেয় এবং তাকে বেধরক মারপিট করে আহত করে ও সেখানে অবস্থিত মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। পরবর্তীতে ওই জায়গা নিজেদের বলে দাবি করে দখলে নেয়। উপায় না পেয়ে তিনি গ্রাম্য সালিশের আশ্রয় নেয়, সেখানে বিষয়টির সুরাহ না হওয়ায় বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়ায়। আদালত বিচারাধীন অবস্থায় বিধবার ওই ভিটে বাড়িতে ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে গত ১০ ফেরুয়ারি ওই কুচক্রী মহল সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বাড়িতে প্রবেশ করে অসহায় বিধবা আয়শাকে দ্বিতীয় দফা বেধরক মারপিট ও জখম করে। এ বিষয়ে থানায় অভিযোগ করে তিনি কোনো ফল পাননি। অভিযুক্ত আয়শা বেগম বলেন, গভরপুর মৌজার ৬৭ দাগে ৩ মালিকের জমির দলিল দেখে মাপজোখ না করে ৬৫ বছর পর ওই কুচক্রী মহল কীভাবে আমার দখলীয় বসতবাড়ি মালিকানা দাবি করে। জমির কাগজপত্র দেখে মাপজোখ করে তারা যদি পায় আমি স্ব-ইচ্ছায় জমি ছেড়ে দিয়ে দিব। তা না করে আমাকে অসহায় পেয়ে প্রভাবশালী ওই মহল আমার ওপর জুলুম-অত্যাচার করে আমার ভিটেমাটি জোর করে নিতে চায়। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে তদন্তপূর্বক ব্যবস্থা দেয়ার দাবি জানান। এ ব্যাপারে আক্কেলপুর থানা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে উভয়ে যেন হানাহানির কোনো ঘটনায় লিপ্ত না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হবে। যেহেতু এ ব্যাপারে আদালতে মামলা রয়েছে তাই আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন