রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডোমারে জনপ্রিয় হয়ে উঠছে তেজপাতা চাষ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়নুল হক, ডোমার (নীলফামারী) থেকে : ব্যাপক চাহিদা ও বাজারমূল্য ভালো থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে তেজপাতা চাষ। অল্প পরিশ্রমে কমসময়ে বেশি লাভের মুখ দেখছেন চাষিরা। ডোমার উপজেলার উৎপাদিত তেজপাতা স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ডোমার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এ বছর ৮-১০ হেক্টর জমিতে তেজপাতার চাষ হয়েছে। তেজপাতার চারা গাছ রোপণের দুই থেকে আড়াই বছরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পাতা সংগ্রহ করা যায়। বছরে দুইবার বাগান থেকে পাতা সংগ্রহ করা হয়। জানা যায়, চাষিদের উৎপাদিত তেজপাতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। অনাবাদি, পতিত জমি ফেলে না রেখে তেজপাতার বাগান করছে অনেকেই। কম খরচে বেশি লাভ তাই আগ্রহী হয়ে চাষিরা এখন তেজপাতার চাষে ঝুঁকছেন। উদ্ভিদবিদ মহিবুল ইসলাম মিলন বলেন, তেজপাতা একটি অর্থকরী ও মসল্লা জাতীয় উদ্ভিদ। এর অনেক ভেষজ গুণ আছে। ভেষজ ঔষধ হিসেবে তেজপাতার ব্যবহার করা হয়। আমাদের দেশের আবহাওয়া তেজপাতা চাষের জন্য উপযোগী। তিনি আরো বলেন, ডোমারে চাষকৃত তেজপাতা অধিক সুগন্ধি এবং ওজনে ভারী। এছাড়া ডোমারের মাটি তেজপাতা চাষের উপযোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন