সিলেট অফিস : সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। বৃহস্পতি ও শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
মাহফিলে বিদেশ থেকে সম্মানিত অতিথি থাকবেন সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস (মক্কা মুকাররামা), ড. শায়খ নাজী বিন রাশিদ আল আরাবী (বাহরাইন), ড. শায়খ মুহাম্মদ ইয়াহইয়া আল কাত্তানী (মিশর), সায়্যিদ আল হাবীব ফয়সল আল কাফ (জেদ্দা), আল্লামা মুফতি মুহাম্মদ ইরশাদ হুসাইন (ডেনমার্ক), ড. মুহাম্মদ শাআইরুল্লাহ খান রামপুরী (ভারত), শায়খ মারওয়ান ইবনে সাদাকাহ ওয়াযযান (মক্কা মুকাররামা) প্রমুখ।
এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মশুরীখোলার পীর ছাহেব আলহাজ শাহ আহসানুজ্জামান, উজানডিহির পীর ছাহেব সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানী, দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহসহ দেশ-বিদেশের আরো অনেক সম্মানিত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হবেন।
এতে সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
এদিকে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন উপলক্ষে আজ বুধবার বাদ আসর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সিলেট মহানগরীতে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতা-কর্মীসহ রাসূলপ্রেমিক ছাত্র-জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন