শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মাদক মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার সাবেক পুলিশ সদস্য মোঃ জাহিদুল ইসলাম খান (৩২)-কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত জাহিদুল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র সদর থানায় ড্রাইভার ছিলেন (তার কং নং-৬৬০৯)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী এলাকার মোঃ আলী আজগার খানের ছেলে। এ ঘটনার পর তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়াস্থ (এসিজিবি) মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন