শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝিনাইদহে বিএনপির অবস্থান ধর্মঘটের মাইক খুলে নিল পুলিশ!

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত হয়। কর্মসূচি চলাকালে পুলিশ মাইক ব্যবহারে বাধা দেয় এবং মাইক্রোফোন খুলে নেয়। ফলে মাইক ছাড়াই তারা এ কর্মসূচি পালন করে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে বিএনপি। ধর্মঘট কর্মসূচি চলার সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোঃ মসিউর রহমান বক্তব্য রাখা শুরু করলে পুলিশ এসে মাইকের সুইচ বন্ধ করে দেয় এবং মাইক্রোফোন খুলে নেয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে মসিউর রহমানের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হয়। বাকি অনুষ্ঠান মাইক ছাড়াই শেষ হয়। মসিউর রহমান তার বক্তব্যে বলেন দেশের মানুষের বাক স্বাধীনতা এ জুলুমবাজ সরকার হরণ করে কণ্ঠ রোধ করেছে। অযৌক্তিকভাবে বারবার দেশে যখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনজীবন অতীষ্ঠ করা হচ্ছে তখন আমার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করছি। অথচ শান্তিপূর্ণ সেই অনুষ্ঠানেই সরকারের পেটোয়া বাহিনী নির্লজ্জভাবে বাধা সৃষ্টি করে শান্তিপূর্ণ অনুষ্ঠান অশান্ত করে তুলছে। মসিউর রহমান পুলিশের এই “আগ বাড়িয়ে সিঁদুর পরা” কাজের সমালোচনা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এ জুলুমবাজ সরকার ইচ্ছেমতই যা খুশি তা করতে পারে না। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করা হলে আমরা আরও কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহাব, জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মশিয়ুর রহমান, আক্তারুজ্জামান, জাহিদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদপুর রহমান পপপু ও আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন