শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো একসঙ্গে তারা তিনজন

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবারই প্রথম তিন টিভি তারকা একসঙ্গে অভিনয় করেছেন। তারা তিনজন হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাঈম ও মেহজাবিন চৌধুরী। জাফরিন সাদিয়ার রচনায় ও নাজমুল হকের নির্দেশনায় ‘হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো’ নাটকে তারা তিনজন প্রথমবারের মতো অভিনয় করেছেন। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। রোমান্টিক গল্পের এই নাটকে অপূর্ব, নাঈম ও এবং মেহজাবিনকে নুতন তিনটি মৌলিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানান নাটকটির রচয়িতা জাফরিন সাদিয়া। অপূর্ব বলেন, ‘এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটা মৌলিক এবং এক কথায় খুব চমৎকার একটি গল্প। কাজটি করে বেশ আনন্দ পেয়েছি।’ নাঈম বলেন, ‘আমি সবসময়ই একটি কথা বলে এসেছি যে অপূর্ব ভাইয়ার সঙ্গে যখন কাজ করি তখন আমার ভালো লাগাটা থাকে সর্বোচ্চ রকমের। কারণ অপূর্ব ভাইয়ার ফ্যাশন, অভিনয় সবই আমার অনেক অনেক প্রিয়। সেই প্রিয় মানুষটির সঙ্গে যখন অভিনয় করি তখন সত্যিই পুরোটা সময়জুড়েই ভালো লাগা ঘিরে রাখে আমাকে।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘অপূর্ব ভাইয়া এবং নাঈম ভাইয়া দু’জনই আমার খুব প্রিয় সহকর্মী। দু’জনের সঙ্গে এর আগেও আলাদাভাবে বিভিন্ন নাটকে কাজ করেছি। যে কারণে তাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা দারুণ। হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো নাটকটি রোমান্টিক গল্পের নাটক। দর্শকের নাটকটি দেখে ভালো লাগবে আশা করছি। আমরা তিনজনই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি।’ নাটকটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন কাজী উজ্জ্বল, আশিক চৌধুরী প্রমুখ। শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন