কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে ৬ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। হোসেনপুর উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগা মাঠে গত শুক্রবার সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মঞ্জুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, এ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, ইসরাইল মিঞা, নাজমুল আলম, জহিরুল ইসলাম জীবন, তারিকুজ্জামান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন