শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজারহাটে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজারহাট (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাট গাছের চারা লাগানোকে কেন্দ্র করে এক সংঘর্ষে গুরুতর আহত ৭ জনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার চাকির পশা ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের আজকার আলী সাথে একই এলাকার ভূমিদস্যু নুর ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (২৮), হাসেন আলীর (৫৫) গংদের সাথে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার সকালে আজকার আলী ছেলেরা তাদের পৈতৃক সম্পত্তিতে গাছের চারারোপণ করতে গেলে ভূমিদস্যু নুর ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (২৮), হাসেন আলী (৫৫), রোস্তাম আলী (৪৫), নাছির উদ্দিন (৪০), খৈমুদ্দিন (৫০) গংরা তাদের উপর অতর্কিতভাবে হত্যার উদ্দেশে মারতে থাকে। এদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ৭ জন আহত হয়। আহতরা হলেন- সাজু মিয়া (২৪), সহিদুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তার (৫০), রেজিয়া বেগম (৪২), মমতাজ বেগম (২৮), সাহেরা বেগম (৬০), একরামুল হক (২৭)। তারা রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন