মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলার ১০ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছেন। যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- ১নং তুষখালীতে বর্তমান চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (আ’লীগ) ছগির হাওলাদার (বিএনপি), শাহাদাৎ হাওলাদার (স্বতন্ত্র), খালেক আকন (ইশা আন্দোলন), হারুন মিয়া (স্বতন্ত্র), মামুন পঞ্চায়েত (জাপা এরশাদ), হাসিব আহমেদ (স্বতন্ত্র)। ২নং ধানীসাফায় বর্তমান চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক (আ’লীগ বিদ্রোহী), হারুন তালুকদার (আ’লীগ), এসএম মনিরুজ্জামান মনির (বিএনপি), প্রফেসর রফিকুল ইসলাম রফিক (স্বতন্ত্র)। ৩নং মিরুখালীতে বর্তমান চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ (আ’লীগ), কামরুল আহসান খোকন (বিএনপি), ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী (আ’লীগ বিদ্রোহী), মুরাদ মিঞা (স্বতন্ত্র), মাসুম বিল্লাহ কামাল (জাপা এরশাদ)। ৪নং দাউদখালীতে বর্তমান চেয়ারম্যান শুক্কুর তালুকদার (স্বতন্ত্র), মিজানুর রহমান তালুকদার (বিএনপি), ফজলুল হক খান রাহাত (আ’লীগ), জাহিদুল আলম শামীম (স্বতন্ত্র), সেকান্দার আলী (স্বতন্ত্র), আঃ হামিদ (স্বতন্ত্র), এনামুল আলম পিন্টু (স্বতন্ত্র), জামায়াতের আলহাজ্ব বেলায়েত হোসেন আকন (স্বতন্ত্র), মিজানুর রহমান (স্বতন্ত্র)। ৬নং টিকিকাটায় বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা (ইশা আন্দোলন), সফিকুল ইসলাম হামীম মৃধা (বিএনপি), রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (আ’লীগ), রফিকুল ইসলাম রিপন মাতুব্বর (স্বতন্ত্র), হোসাইন মোশারেফ সাকু জমাদ্দার (স্বতন্ত্র), মোসলেহ উদ্দিন বাবুল মৃধা (স্বতন্ত্র), এনামুর রহমান (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (স্বতন্ত্র), অনিল কৃষ্ণ অধিকারী (স্বতন্ত্র)। ৭নং বেতমোর রাজপাড়ায় বর্তমান চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান (বিএনপি), দেলোয়ার হোসেন আকন (আ’লীগ)। ৮নং আমড়াগাছিয়ায় বর্তমান চেয়ারম্যান সুলতান মিয়া (আ’লীগ), তোতাম্বর হোসেন তোতা মিয়া (বিএনপি), মোশারেফ শরীফ (আ’লীগ বিদ্রোহী), ইব্রাহীম খলিল ফরাজী (স্বতন্ত্র), জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), জাহিদ হোসেন (স্বতন্ত্র)। ৯নং সাপলেজায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার (বিএনপি), মিরাজ মিয়া (আ’লীগ), ইদ্রিস আলী মোল্লা (স্বতন্ত্র)। ১০নং হলতা গুলিসাখালীতে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ (আ’লীগ বিদ্রোহী), রিয়াজুল আলম ঝনো (আ’লীগ), তরিকুল ইসলাম মধূ (বিএনপি), বেলায়েত হোসেন (জেপি মঞ্জু), শাহজাহান হাওলাদার (স্বতন্ত্র)। ১১নং বড় মাছুয়ায় নাসির আহমেদ (আ’লীগ), মীর মনিরুজ্জামান সগীর (বিএনপি), ফরিদ উদ্দিন (স্বতন্ত্র), মাইনুল ইসলাম (স্বতন্ত্র)।
স্বতন্ত্র প্রার্থীর চোখ উপরে ফেলার হুমকি থানায় জিডি
মঠবাড়িয়া উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল আলম শামীম এর চোখ উপরে ফেলার হুমকি দিয়েছে সরকার দলীয় প্রার্থী ফজলুল হক খান রাহাত। এ ঘটনায় ওই স্বতন্ত্র প্রার্থী জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন স্বতন্ত্র প্রার্থী শামীম তার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে সাথে নিয়ে মঠবাড়িয়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসার সময় স্থানীয় তেঁতুলতলা বাজারের খালেক চৌকিদারের বাড়ির সম্মুখে পৌঁছা মাত্র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুল হক খান রাহাত তাকে বাধা প্রদান ও বিভিন্ন রকমের হুমকি দেয়। এক পর্যায় ফজলুল হক খান রাহাত স্বতন্ত্র প্রার্থী শামীমের দুচোখ উপড়ে ফেলারও হুমকি দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর থানায় জিডির করার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন