বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

া কত সালে ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উ : ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা কবে ঢাকায় আসেন।
উ : ১৯৮৭ সালে।
া স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কি?
উ : ফাইটো হরমোন ইনডিউসার।
া জুটন আবিষ্কার করেন কে?
উ : ড. মোহাম্মদ সিদ্দিক উল্লাহ।
া ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কখন?
উ : মুঘল আমলে।
া বাংলাদেশে প্রথম অর্থনৈতিক কমিশন গঠন হয় কবে?
উ : ১৯৮২ সালে।
া বৈষ্ণব ধর্ম বিশ্বাসী কোন উপজাতি?
উ : ডালু ও মণিপুরি।
া বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয় কোথায়?
উ : রাজশাহীতে।
া বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
উ : আবদুর রউফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন