শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাট জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে জেলা বিএনপির অফিসে তালা লাগিয়েছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি সদ্য ঘোষিত কমিটি বাতিল করে দলের আস্থাভাজন ও সবার কাছে গ্রহণযোগ্যদের নিয়ে জয়পুরহাট জেলা বিএনপির কমিটি ঘোষণা করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় চিনিকল সড়ক থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপির অফিসের কার্যালয়ে এসে শেষ হয়। পরে তারা জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা তাঁতি দলের যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জয়পুরহাট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশের দলের নেতাকর্মীদের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই। তাকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেয়া যায় না। জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নাফিজুর রহমান পলাশ ২০০৮ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংস্কারপন্থী হয়ে দল ভাঙার চেষ্টা করলে জয়পুরহাট জেলা বিএনপি তাকেসহ জেলা কমিটির আটজনকে বহিষ্কার করেন। তিনি দীর্ঘ আট বছর ধরে দলের লড়াই-সংগ্রামে কোনও ভূমিকাই রাখেননি। তাকে সম্পাদক হিসেবে বিএপির নেতাকর্মীরা মেনে নেবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন