শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জয়পুরহাট জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাট জেলা বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতা কর্মীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে বিএনপির অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তারা তাদের দাবি সদ্য ঘোষিত কমিটি বাতিল করে দলের আস্থাভাজন ও সবার কাছে গ্রহণযোগ্যদের নিয়ে জেলা কমিটি ঘোষণা করতে হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় একটি বিক্ষোভ মিছিল সদর রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির সামনে সমবেত হয়। এ সময় তারা কমিটি বাতিলে শ্লোগান দিতে দিতে বহিস্কৃত নেতা নবাগত সাধারন সম্পাদক নাফিজুর রহমান পলাশের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় তারা বিএনপির অফিসের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। এতে অফিসের চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাপত্র পুড়ে ভস্মীভ‚ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় শহরের লোকজন ছুটাছুটি করতে থাকে, শহরের প্রধান সড়কে যান চলা চল বন্ধ হয়ে যায় দ্রত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী সাবেক জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, যোগসাজস করে নেতাকর্মীদের মতামত না নিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এবং প্রভাব খাটিয়ে বিতর্কিত, অযোগ্য ও বহিস্কৃত নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে নিয়ে আসায় আমরা যখন প্রতিবাদ মিছিল করছি। ঠিক সেই সময় পলাশের গুন্ডা বাহিনি দিয়ে নিজেই অফিস পুড়িয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে। এটা কোনদিন হতে পাড়ে না এ অবস্থা থাকলে জেলা বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে। এ বিষয়ে বর্তমান কমিটির জেলা সাধারন সম্পাদক নাফিজুর রহমান পলাশ বলেন, বৃহস্পতিবার আমাদের জেলা বিএনপির আফিসে যারা ভাংচ‚র অগ্নিসংযোগ করেছে তারা দলের কেউ নয়, এরা দুস্কৃতকারী, জাতীয়তাবাদীর আর্দশকে বিশ্বাস করে না বিধায় তারা এধরনের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপির সহ সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ব্যাক্তিগত কাজে ঢাকায় আসছি। দলের নেতাকর্মী ও লোক মুখে শুনেছি,১/১১ সময় জিয়া পরিবারকে কটুক্তি করায় সে সময় দলের সভাপতি সাবেক এমপি মোজাহার আলী প্রধান ২০০৮ সালে ৪ আগষ্ট বর্তমান সাধারন স¤আদক নাফিজুর রহমান পলাশকে বহিস্কার করে। ৮ বছর পর বহিস্কৃত নেতা পলাশ দল ও রাজনৈতিক থেকে বিছিন্ন হয়ে পড়ে। দিঘদিন পর তাকে দলে নিয়ে সাধারণ সম্পাদক করায় নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলার বিভিন্ন উপজেলার বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জয়পুরহাট সদরে বিক্ষোভ মিছিল করছিল সে সময় বহিস্কৃৃত পলাশের গুন্ডা বাহিনী দিয়ে নিজেই আফিসে আগুন ধরিয়ে দিয়েছে বলে শুনেছি আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি। জয়পুরহাট সদর থানার ভারপাপ্ত কর্মকতা ওসি ফরিদ হোসেন এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন। নিজেদের মধ্যে কন্দলের ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন