শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি-জামায়াতের নেতাসহ আটক ৮

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে জিহাদি বই ও ককটেলসহ বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, নাশকতার পরিকল্পনা ও নাশকতা সৃষ্টির চেষ্টাকালে উপজেলার পিয়ারপুর ও খলিশাকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস (৫৫), জামায়াতের রোকন শাজাহান আলী (৪৫) এবং বিএনপি-জামায়াত কর্মী পলাশ (৩৬), রুমন (৩০) ও আরিফুল ইসলামসহ ৮ জন আটক হয়েছে। আটকের সময় এদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই ও ৫টি ককটেল উদ্ধার হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন