রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

তালতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই কোটি টাকা ক্ষয়ক্ষতি

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : ৯ মার্চ রাত ১২টায় বরগুনার তালতলীর ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঃ খালেকের পাইকারী মুদি দোকানের বিদ্যুতের মিটার বøাষ্ট (ফেটে) মুদি দোকান থেকে অগ্নিকান্ড শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী জাফরের জাল-রসির দোকান, দুলালের মুদি দোকান, ইদ্রিসের মুদি দোকান ০৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনগণ ৪-৫টি পাম্প মেশিন দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপ্ক্টের হারুন-অর-রশিদ জানান, আমতলী থেকে বঙ্গোপসাগরপাড় ফকিরহাট বাজার প্রায় ৫৫/৬০ কিঃমিঃ পথ যেতে যেতে জনগণের সাথে আমরাও আগুন নেভাতে সক্ষম হই।
স্থানীয়রা জানান, আঃ খালেকের মুদি দোকানের বৈদ্যুৎতিক মিটার ব্ল্যাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন