ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইল পৌর বিএনপির নবগঠিত কমিটির এক সভা গতকাল শনিবার উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান আজাদ। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. খ. ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, সহসভাপতি বুলবুল ভূইয়া, টাঙ্গাইল জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম সরকার, পৌর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর শহিদুল ভ‚ইয়া প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন