শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘১৭ বছরে যতটা এগিয়ে যাওয়ার কথা, ততটা হয়নি’

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আজ এক ঐতিহাসিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। টেস্টের দশম সদস্য বাংলাদেশকে দিয়ে আজ সকল সদস্য দেশ করছে টেস্টের সেঞ্চুরির বৃত্তপূরণ। সময়ের হিসেবে শততম টেস্টে অবতীর্ণ হতে বাংলাদেশের লেগে যাচ্ছে ১৬ বছর ৩ মাস ২৫ দিন। ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা প্রাপ্তিতে দেশজুড়ে আনন্দ, ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট আঙিনায় পা রেখে শততম টেস্ট খেলতে এতো প্রতীক্ষা বাংলাদেশের? এতোটা প্রতীক্ষা বাড়াচ্ছে কষ্ট। টেস্টে বিচ্ছিন্ন সাফল্য আছে, তবে এখনো ধারাবাহিক দলে, প্রতিদ্ব›দ্বী দলে আত্মপ্রকাশ করতে পারেনি বাংলাদেশ। এই লম্বা সময়ে টেস্টে যতোটা এগিয়ে যাওয়ার কথা, ততোটা পারেনি বাংলাদেশ। শততম টেস্টের সামনে দাঁড়িয়ে এই উপলব্ধিই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। গতকাল কলোম্বোর পি সারা ওভালে অনুশীলনের প্রাক্কালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন তা। সংবাদ সম্মেলনে মুশফিকুরের সাক্ষাৎকারের চৌম্বক অংশ উপস্থাপন করছেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামীম চৌধুরী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন