ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রিকালে মাপে কম দেয়ার প্রতিবাদ করায় ডিলার ও তার লোকদের হাতে লাঞ্ছিত হয়েছে যুবক তোফায়েল আহম্মেদ। জানা যায়, ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য আব্দুল কাদিরকে ডিলার নিয়োগ দেয়া হয়। ডিলার আব্দুল কাদির ডিও’র মাধ্যমে চাল উত্তোলন করে বিক্রি শুরু করেন। গত মঙ্গলবার চাল বিক্রির সময় মাপে কম দিচ্ছেন অভিযোগ উঠলে স্থানীয় যুবক তোফায়েল আহম্মেদসহ কয়েকজন ঘটনাস্থলে যান এবং চাল মাপে কম দেয়ার প্রতিবাদ করে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ডিলার আব্দুল কাদির ও তার লোকজন প্রতিবাদকারী যুবক তোফায়েল আহম্মেদের উপর চড়াও হন ও তাকে লাঞ্ছিত করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন