মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘাটাইলে ইউপি সচিবদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘাটাইলে ইউনিয়ন পরিষদের সচিবরা দুই দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। গত শনিবার ঘাটাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে তারা এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ডাকে ইউপি সচিবরা এ কর্মসূচি পালন করে। ইউপি সচিবদের দশম গ্রেডে বেতন প্রদান, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশন সুবিধা প্রদানের দাবিতে তারা এ আন্দোলন করছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ঘাটাইল শাখার সভাপতি মহি উদ্দিন জানান, কর্মসূচির অংশ হিসাবে তারা আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে। উপজেলার ১১টি ইউনিয়নের সচিবরা তাদের সকল প্রকার দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহণ করে। সমিতির সাধারণ সম্পাদক আঃ হালিম জানান, তাদের ন্যায্য দাবি মেনে না নিলে ৮ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে ইউপি সচিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন