মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহর রেলবাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত শনিবার সকাল ৯টা হতে দিনভর প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় র‌্যাব-১২ পাবনা, চাটমোহর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ও পাবনা পল্লী বিদ্যুতের লোকজনও উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। ইতোপূর্বে অবৈধ স্থাপনাকারীদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। বিপুল পরিমাণ কর্মীদের উপস্থিতিতে গতকাল রোববার হাটের মধ্যে অবৈধ স্থাপন করা বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। সকাল থেকে এ অভিযান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, ঐতিহ্যবাহী অমৃতকুন্ডা হাটের প্রায় পৌনে ২ বিঘা জমি ৪০ বছর যাবৎ স্থানীয় ব্যক্তিবর্গের দখলে ছিল। এছাড়া নতুন নতুন পাকা ঘর করে দখল করা হচ্ছিল হাটের জায়গা। ফলে হাট ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছিল। এই উচ্ছে অভিযানে অবৈধ থাকা প্রায় অর্ধ শত কোটি টাকার জায়গা উদ্ধার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন