সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নোয়াখালীর সেনবাগে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফহুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শহিদ, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির অন্যতম নেতা মো. হুমায়ুন কবির হুমু, সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোস্তফা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন