শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধামরাইয়ে ৩ ডাকাত আটক

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ব্যাংক লুটের চেষ্টার সময় র‌্যাবের গুলিতে এক ডাকাত নিহতের ঘটনার রেশকাটতে না কাটতেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের থানা রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটের চেষ্টার আরো ২ ডাকাতকে গতকাল রোববার ভোর গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌর এলাকার থানা রোডের সাবেক পৌর কাউন্সিলর শামীম রহমানের মালিকাধীন তৌহিদ ষ্টীল করপোরেশন (রড সিমেন্ট) বিক্রয় প্রতিষ্ঠানে গত শুক্রবার রাত ৩টার দিকে ৭-৮জনের একদল ডাকাত ওই প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙ্গে মালামাল লুট করে ট্রাকে তুলতে ছিল। রাতে টহলরত থানার সেকেন্ড অফিসার এসএম আলমগীর হোসেন বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে ডাকাতদল তাদের ট্রাকটি নিয়ে দ্রুত ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাভারের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় টহলরত পুলিশ ডাকাতদের পিছু নিয়ে সাভারের থানা এলাকায় গেলে ডাকাতরা ট্রাক থেকে লাফিয়ে পালাতে থাকলে পুলিশ তাদের লক্ষ করে ৮ রাউন্ড গুলি ছুড়ে। এক পর্যায়ে শাহীনুর নামের এক ডাকাতকে ধরতে সক্ষম হয়। এ সময় থানার সেকেন্ড অফিসার এস এম আলমগীর হোসেন, ড্রাইভার সাউথ খান ও কন্সট্রেবল আব্দুল মান্নান আহত হয়। আটককৃত ডাকাত শাহীনুরের স্বীকারুক্তি মোতাবেক থানা পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানিক ও কামাল নামে দুই ডাকাতকে আটক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন