স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই সহদোরকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো বিরুলিয়ার খনিজনগর এলাকার হানিফ মোল্ল্যার ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও মো. রুবেল (২৮)। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন জানান, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে একা পেয়ে জোরপূর্বক দুই সহোদর মিলে ধর্ষণ করে। পরে রাতেই কৃষ্ণপুর এলাকায় তাদের চা-পানের দোকান থেকে আটক করে পুলিশ। তবে আটককৃতরা বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে তাদের ফাঁসানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, আটক দুই সহোদর ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিবি পুলিশ পরিচয় দেয়ায় আটক ৪
সাভার থেকে চার জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার, ভুয়া পরিচয়পত্র ও খেলনা ওয়াকিটকি উদ্ধার করেছে। শনিবার রাতে সাভারের আমিন বাজার থেকে তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হচ্ছে আমিনুর রহমান (৩৫), আলামিন হোসেন (২৮), সেন্টু মিয়া (৩৫) ও খবির উদ্দিন (৩২)। সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোমেনুর রহমান বলেন, আমিনবাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে বিভিন্নভাবে ভয়ভিতি দেখিয়ে অর্থ আদায় করছিল এমন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের একটি বড় চক্র রয়েছে। এরা ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, আমিনবাজার ও সাভার এলাকার রাস্তার পাশ থেকে কৌশলে লোকজনকে তুলে নেয়। পরে তাদের জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন