শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মালয়েশিয়ায় ঈদের নাটকের শুটিংয়ে মোশাররফ করিম দম্পতি

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আগামী রোজার ঈদের জন্য নির্মিতব্য চারটি নাটকের শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী জুঁই করিম। জানা গেছে, এ মাসের শুরুতে সপরিবারে মালয়েশিয়ায় পৌঁছে চারটি নাটকের কাজ সম্পন্ন করেন তারা। বর্তমানে শুটিং শেষে মালয়েশিয়া বেড়াচ্ছেন এই দম্পতি। মালয়েশিয়ায় শুটিং সম্পন্ন করা চারটি নাটকের মধ্যে রয়েছে আসাদুজ্জামান সোহাগ রচিত এবং রিপন মিয়া পরিচালিত নাটক থার্ড পারসন, আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় ম্যানপাওয়ার, ইমরাউল রাফাতের পরিচালনায় বেঙ্গল সমিতি নামের সাত পর্বের নাটক এবং কায়সার আহমেদের পরিচালনায় রূপালি প্রান্তর ধারাবাহিক নাটক। সবগুলো নাটকই আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সবকিছু শেষ করে ১৮ মার্চ দেশে ফিরবেন এই দম্পতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন