শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কঠিন প্রতিপক্ষের মুখে বার্সা-রিয়াল

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ড্রই সম্ভবত হয়ে গেল গতকাল সুইজারল্যান্ডের নিয়নে। ইউরোপের সেরা চার ক্লাব মুখোমুখি। টানা ৫ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। শেষ চার নিশ্চিত করতে টানা চার বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বাঁধা পেরুতে হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।
সেই তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে আরেক স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দলের প্রতিপক্ষ গেলবারের প্রিমিয়ার লিগে রূপকথার জন্ম দেয়া নবাগত লেস্টার। সিটিকে বিদায় করা মোনাকোর প্রতিপক্ষ ২০১২/১৩ মৌসুমের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড।
২০১৪/১৫ মৌসুমের ফাইনালে এই বার্সার কাছে ৩-১ গোলে হেরেই স্বপ্ন চুর হয়েছিল জুভেন্টাসের। তার প্রতিশোধ নিতেই একটু আগেভাগেই মেসি-নেইমারদের চেয়েছিলেন জুভ ডিফেন্ডার লিওনার্দো বেনুচ্চি। দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে জিজ্ঞেস করা হয়েছিল ‘শেষ আটে কাকে চান?’ উত্তর এসেছিল , ‘যে কোনো দলকে, শুধু বার্সেলোনা বাদে।’ কারণটা ফুটবল ভক্তদের আলাদাভাবে বলার অবকাশ রাখে না। দীর্ঘ ৮ মৌসুম কাতালান দলে খেলেছেন তিনি। সেই মম্মান বা ভালোবাসা থেকেই হয়তো তার এমন চাওয়া।
আসরের পরিসংখ্যানও বলছে ম্যাচটি জমবে বেশ। চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়াল টুইটার পেজেও মিলেছে তেমন আভাস। তাদের স্ট্যাটাসটা ছিল এমন ‘বেস্ট ডিফেন্স বনাম বেস্ট অ্যাটাক’। আসরে সর্বোচ্চ ২৬ গোল করেছে বার্সা, সবচেয়ে কম ২ গোল হজম করেছে জুভেন্টাস! লড়াইটা তাই জমবে বেশ। এর আগে সাতবার মুখোমুখি হয়েছে তারা, তিনবার জিতেছে নু ক্যাম্পের দল, দুইবার জুভরা।
রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আসরে শেষবার বায়ার্নের মুখোমুখি হয়েছিল ২০১৩/১৪ মৌসুমে। বর্নাবুতে একমাত্র গোলে জেতার পর বায়ার্নকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। কার্লো আনচেলত্তির অধীনে সেবার ‘লা ডেসিমা’ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। ভাগ্য ফেরে এবার সেই আনচেলত্তি বায়ার্ন শিবিরে। রিয়ালকে পেয়ে তাই উচ্ছাসিত ইতালিয়ান কোচ, ‘রিয়ালের বিপক্ষে ম্যাচ আমার জন্য বিশেষ কিছু। তাদের বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যপারে এবার আমাদের যথেষ্ট মনোবল আছে। আমরা বিশ্বাস করি রিয়ালকে হারানোর মত যথেষ্ট সমর্থ আমাদের আছে। তবে দুর্দান্ত এক কোচের অধীনে তারা দুর্দান্ত একটা দল।’ দুদলের সাকুল্য পরিসংখ্যান অবশ্য আনচেলত্তির পক্ষেই কথা বলছে। ইউরোপিয়ান ফুটবলে ২২ বার মুখোমুখি হয়েছে তরা। ৯ বার জিতেছে রিয়াল, ১১ বার বায়ার্ন। মাদ্রিদের দল গোল করেছে ৩১টি, বায়ার্ন ৩৩টি।
অ্যাটলেটিকো মাদ্রিদ- লেস্টার সিটি
বরুসিয়া ডর্টমুন্ড- এএস মোনাকো
বায়ার্ন মিউনিখ- রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস- বার্সেলোনা
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগ ১৮-১৯ এপ্রিল।টিভিতে দেখুন
শ্রীলঙ্কা-বাংলাদেশ, ২য় টেস্ট (২য় দিন)
সরাসরি : চ্যানেল নাইন/টেন ১ এইচডি, বেলা সোয়া ১০টা
ভারত-অস্ট্রেলিয়া, ৩য় টেস্ট (১ম দিন)
সরাসরি : স্টার স্পোর্টস ১/৩, সকাল ১০টা
ইউরোপা লিগ
ক্রাসনোদার-সেল্টা, রাত ১২টা
রোমা-লিও, রাত ২টা
সরাসরি : টেন ১
বাসিকতাস-অলিম্পিয়া, রাত ১২টা
ম্যান ইউ-রস্তভ, রাত ২টা
সরাসরি : টেন ২
জেন্ক-গেন্ট, রাত ১২টা
আয়াক্স-কোপেনহেগেন, রাত ২টা
সরাসরি : টেন ৩
বিজয় হাজারে ট্রফি
তামিলনাড়–-বারোদা, সকাল সাড়ে ৯টা
সরাসরি : স্টার স্পোর্টস ২
গলফ : আরনল্ড পালমার ইনভাইটেশনাল
সরাসরি : নিও স্পোর্টস, রাত সাড়ে ১২টা
এনবিএ : ক্লিপার্স-মিলওয়াকি
সরাসরি : সনি সিক্স, সকাল সাড়ে ৮টা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন