বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নরসিংদীতে জেলা প্রশাসন ও হাসপাতালসমূহে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ‘বঙ্গবন্ধুর জন্ম দিন, বাংলাদেশের খুশির দিন’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে উদ্যাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শিশু-কিশোরদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু আবরার তাসিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. রাজিয়া সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান প্রমুখ।
দিনটি উপলক্ষে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে কেক কাটা, আলোচনা সভা ও শিশু রোগীদের মধ্যে খেলনা, কেক, চকলেট বিতরণসহ শিশুদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান। সকাল সাড়ে ৮ টায় শিশু ওয়ার্ডে কেক কাটেন নরসিংদী সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, বিএমএ, নরসিংদী জেলা সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগির, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, সহ-সভাপতি ডা. আব্দুস সামাদ আজাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন