শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি নেতার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর বিএনপির নেতা ও থানা যুবদরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সাঈদ আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে দমদমার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আবুল হোসেন খায়ের। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত জয়পুরহাট জেলা বিএনপির কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে পদবঞ্চিত একটি অংশের নেতাকর্মী, সমর্থকরা জেলা ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে ওই কমিটি পুনঃ গঠনের দাবি জানান তারা। তিনি আরো বলেন, গত ৯ মার্চ জয়পুরহাট জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করার সময় কে বা কারা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার জন্ম দেয়। এ ঘটনার প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলায় পাঁচবিবি পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্যের নাম ষড়যন্ত্রমূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়। আমরা আবু সাঈদ আহম্মেদের নামে মিথ্যা মামলা করার প্রতিবাদে তীব্র নিন্দা ও মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবিসহ অগ্নিসংযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে থানা ও পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন, লিয়াকত আলী, মাহবুব আলমসহ শতাধিক নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন