শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ টাঙ্গাইলে বিএনপির পোস্টার ও লিফলেট বিতরণ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপিসাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে নিরালা মোড় হয়ে পুনরায় বাসস্ট্যান্ড পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আরফান আলী মোল্লা, সাদেকুল আলম খোকা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন ও আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন