টাঙ্গাইল জেলা সংবাদদাতা : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে নিরালা মোড় হয়ে পুনরায় বাসস্ট্যান্ড পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আরফান আলী মোল্লা, সাদেকুল আলম খোকা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন ও আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন