নেত্রকোনা জেলা সংবাদদাতা : শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আলহাজ এ কে এম আবুল বাশারের অকাল মৃত্যুতে শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি ও ভিপি বাশার স্মরণ সভা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল রোববার শ্যামগঞ্জ বাজারস্থ রেলগেইটে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। প্রধান বক্তা ছিলেন নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ড. মীর মিজানুর রহমান, সাবেক সম্পাদক এডভোকেট মোঃ নূরুল হক, এডভোকেট আওরঙ্গজেব বেলাল, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিতুল, নেত্রকোনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তফা মাসুদ, পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন